খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন ইমরান হোসেন মানিক (৩৪)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের জয়পুর গ্রামে এয়ারটেল টাওয়ারের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মানিক রূপসার বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, অস্ত্রধারী দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে পরপর ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নিজ বাড়ির সামনেই মাথায় একাধিক গুলি করে মানিককে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।