উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
নুরের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেলও সিঙ্গাপুর যাচ্ছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন গণঅধিকার পরিষদের সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে দলটির মুখপাত্র ফারুক হাসান বলেন, নুরুল হক নুর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রেখেই চিকিৎসা নিয়েছেন। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিকল্প নেই।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে নুরুল হক নুর গুরুতর আহত হন। তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে রাতেই স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেলে। দীর্ঘ ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন নুর।