সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে দলগুলো একমত: আলী রিয়াজ বাংলাবাজার পত্রিকা.কম এবার ফ্লোটিলা থেকে যে বার্তা দিলেন শহিদুল আলমের সহযাত্রীরা বাংলাবাজার পত্রিকা.কম হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাংলাবাজার পত্রিকা.কম সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছে প্রায় ৩৩ হাজার কোটি টাকা বাংলাবাজার পত্রিকা.কম অপূর্ব পালের বিরুদ্ধে মামলা করবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাবাজার পত্রিকা.কম তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা বাংলাবাজার পত্রিকা.কম ভয়াবহ দুর্যোগের কবলে ভারত, বন্ধ দার্জিলিংয়ের সব পর্যটন স্পট বাংলাবাজার পত্রিকা.কম 'ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে' বাংলাবাজার পত্রিকা.কম গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ, লন্ডনে গ্রেপ্তার ৫০০ বাংলাবাজার পত্রিকা.কম এবার দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর

এবার ফ্লোটিলা থেকে যে বার্তা দিলেন শহিদুল আলমের সহযাত্রীরা

এবার ফ্লোটিলা থেকে যে বার্তা দিলেন শহিদুল আলমের সহযাত্রীরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে মানবিক বার্তা নিয়ে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ ‘ফ্রিডম ফ্লোটিলা’। এই বহরের সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’-এ রয়েছেন বাংলাদেশি বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। 


রোববার (৫ অক্টোবর) গাজা উপকূলে পৌঁছানোর কথা থাকলেও সেখানে পোঁছাতে আরও দেরি হবে বলে তিনি আগেই জানিয়েছেন। শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সেখানকার পরিস্থিতি জানালেও, এবার বার্তা দিলেন তার সহযাত্রীরা।


যাত্রাপথের অভিজ্ঞতা জানাতে গিয়ে ফ্লোটিলার সদস্যরা নিজেদের আশা, উদ্বেগ ও সংকল্পের কথা জানিয়েছেন।


জাহাজে থাকা এক সহযাত্রী তাদের উদ্বেগের কথা জানিয়ে বলেন, আমাদের জাহাজের উপর দিয়ে বেশ কয়েকটি সামরিক বিমান উড়ে যাচ্ছে। যা বেশ অপ্রয়োজনীয়।


তিনি মনে করেন, বিমানগুলি হয়তো তাদের সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করছে। তবে তারা নিশ্চিত নন যে বিমানগুলি ইসরায়েলি কিনা। তবে তাদের ধারণা, ভয় দেখাতে তারা এমন করছে।


ফ্লোটিলার আরেক যাত্রী জানান, তারা গাজাবাসীর জন্য ওষুধ ও বেশ কিছু স্বাস্থ্য সরঞ্জাম বহন করছেন।


সেখানে অবস্থানরত একজন চিকিৎসক সংহতির বার্তা দিয়ে বলেন, আমরা গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের জন্য যাত্রা করেছি, যেন তারা গাজা পুনর্নির্মাণের শক্তি পায়। তিনি আশাবাদী যে তারা খুব শিগগিরই গাজায় পৌঁছতে পারবেন, যদি এই নৌকায় না পারি তবে আরেক নৌকায় পারব।


আরেক যাত্রী গাজায় পৌঁছানোর আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, গাজা সম্পর্কে আমি অনেক পড়েছি, শুনেছি। কিন্তু যদি সত্যি সেখানে যেতে পারি, তো বিষয়টা অসাধারণ হবে। আমি জানি এটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস, আমরা এটি পুনর্নির্মাণ করতে পারব। আমি বিশ্বাস করি যে এই গণহত্যা শেষ হতে পারে।


উল্লেখ্য, এই ফ্লোটিলা অবরোধ ভাঙার পাশাপাশি গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে বৈশ্বিক মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে।


সম্পাদক : অপূর্ব আহমেদ