মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিপিএলে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত! বাংলাবাজার পত্রিকা.কম সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের বাংলাবাজার পত্রিকা.কম জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে সহস্রাধিক ভর্তি বাংলাবাজার পত্রিকা.কম ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের বাংলাবাজার পত্রিকা.কম শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

গাড়ির বদলে ‘হেঁটে’ গন্তব্যে ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার, ঘটনা কী

গাড়ির বদলে ‘হেঁটে’ গন্তব্যে ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার, ঘটনা কী

সবকিছু ঠিকঠাকই ছিল। গাড়িতে করে রওনাও হয়েছিলেন। কিন্তু পথিমধ্যে বাধে বিপত্তি। পরে যথাসময়ে অনুষ্ঠানে পৌঁছাতে বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সোমবার রাজধানীর পানি ভবনে ‘ইউকে-বাংলাদেশ কোলাবোরেশন অন ইকোলজি-বেইসড অ্যাডাপটেশন অ্যান্ড হাইড্রোমেট সার্ভিসেস’ শীর্ষক একটি অনুষ্ঠান ছিল। সেখানে যোগ দিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান।

কিন্তু তীব্র যানজটের কারণে সামনে এগোতে পারছিল না তার গাড়ি। সেজন্য অনুষ্ঠানে যোগ দিতে তিনি পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন।

পরে এক্সপ্রেসওয়েতে হাঁটার একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশনে জেমস গোল্ডম্যান লিখেছেন, ‘ঢাকার ট্রাফিকও আজ বাংলাদেশ-যুক্তরাজ্যের অংশীদারিত্ব রুখতে পারবে না।’

গোল্ডম্যান এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে হাঁটার সময় বলেন, ‘আমরা যুক্তরাজ্য-বাংলাদেশের একটি জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যাচ্ছিলাম। কিছুটা ট্র্যাফিক ইস্যু হয়েছে আজ। তাই আমরা সমাধানে হাঁটার সিদ্ধান্ত নিলাম। আমি এক্সপ্রেসওয়ে দিয়ে হাঁটছি, পুরোটা তীব্র জ্যাম হয়ে আছে। কিন্তু কোনো কিছু অনুষ্ঠানে যেতে বাধা দিতে পারবে না।’

এর আগে, সোমবার (২৭ অক্টোবর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার পর যান চলাচল প্রায় দুই ঘণ্টা বিঘ্নিত হয়। তবে নাখালপাড়া ও মহাখালীর মাঝামাঝি স্থানে ঘটা এ দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।

সম্পাদক : অপূর্ব আহমেদ