শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

পরিবারের মাঝে সেই ২৩ নাবিক

বাবাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে চুমু দেয় এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানের দুই মেয়ে

❏ ছয়টি একে-৪৭ আর দ্রুত গতির ছোট নৌযানে জিম্মি হয় আবদুল্লাহ

❏ বীভৎস সময় পার করে আলোয় এসেছি: চিফ অফিসার আতিকুল্লাহ

সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর নাবিকরা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন, যাদের জন্য দুই মাস ধরে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কেটেছে স্বজনদের। মঙ্গলবার বিকাল ৪টায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি-১) জেটিতে ভেড়ে নাবিকদের বহনকারী জাহাজটি। এরআগে সোমবার সন্ধ্যা ৬টায় কুতুবদিয়ায় নোঙর করে এমভি আবদুল্লাহ। সেখান থেকে লাইটার জাহাজ জাহান মনি-৩ নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

তাদের জন্য আগে থেকেই জেটিতে অপেক্ষায় ছিলেন কারো মা, ভাই-বোন, কারো স্ত্রী-সন্তান। কেউ কেউ সঙ্গে এনেছেন জাতীয় পতাকা। তাই নেড়ে তারা নাবিকদের স্বাগত জানান। জাহান মনি-৩ জেটির কাছকাছি আসার পর ২৩ নাবিক ডেক থেকে হাত নেড়ে অপেক্ষায় থাকা স্বজনদের সাড়া দেন। নাবিকদের স্বাগত জানাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে উপস্থিত আছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল। নাবিকদরা জেটিতে নামার পরই তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

সাধারণত নাবিকরা ছয় মাস বা আরো বেশি সময়ের জন্য জাহাজে করে দেশ ছেড়ে বিভিন্ন গন্তব্যে যান। জাহাজ ভেড়ে বিশ্বের নানা বন্দরে। তাই দীর্ঘ সময় প্রিয়জনদের অনুপস্থিতিতে খানিকটা অভ্যস্ত থাকেন নাবিকদের স্বজনরা। কিন্তু এবারের ফেরা অন্য রকম। দুই মাস আগে ভারত মহাসাগরের সোমালিয়া উপকূলে সশস্ত্র সোমালি জলদস্যুদের কবলে পড়ে আবদুল্লাহ; নাবিকরা হন জিম্মি। পরিবারের সদস্যদের ফোন করে তারা জানান, মুক্তিপণ না দিলে তাদের একে একে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। সেই ১২ মার্চ থেকেই পরিবারের সদস্যদের ফিরে পেতে উৎকণ্ঠা, উদ্বেগ আর অনিশ্চিত অপেক্ষার শুরু। এরপর সমুদ্র পথের নিরাপত্তায় থাকা আন্তর্জাতিক বাহিনীগুলো এমভি আবদুল্লাহকে অনুসরণ করে, অভিযান চালিয়ে জাহাজ মুক্ত করার আগ্রহ দেখায়। স্থলভাগ থেকে সোমালি পুলিশের জলদস্যুদের ঘিরে ফেলার খবর আসে। জিম্মি জাহাজে পানি ও খাবার ফুরিয়ে আসার খবর উদ্বেগ বাড়ায়। একের পর এক ঘটনায় নাবিকদের পরিবারে বাড়তে থাকে দুশ্চিন্তা।

জিম্মি হওয়ার এক মাস পর যখন মুক্তি পান নাবিকরা, তখন সেই উদ্বেগের অনেকটা লাঘব হয়। কিন্তু স্বজনদের কাছে পাওয়ার অপেক্ষার শেষ হয়নি তখন। মঙ্গলবার বিকালেনিউমুরিং কন্টেইনার টার্মিনালের জেটিতে সেই অপেক্ষার অবসান হল। গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ও ২৩ নাবিককে জিম্মি করে দস্যুরা।

উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ৩৩ দিন পার করার পর গত ১৩ এপ্রিল রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। এমভি আবদুল্লাহ শুরুতে যায় সংযুক্ত আর আমিরাতের আল-হামরিয়া বন্দরে। সেখানে জাহাজে থাকা কয়লা খালাস করা হয়। এরপর ওই বন্দরেই পণ্য লোডের পর মিনা সাকার বন্দরে যায় আবদুল্লাহ। সেখান থেকে আরব আমিরাতের ফুজাইরা বন্দরে থেমেছিল জ্বালানি নিতে। এরপর দুবাই থেকে ৩০ এপ্রিল রওনা হয় চট্টগ্রামের উদ্দেশে। বাংলাদেশের জলসীমার মধ্যে জাহাজ প্রবেশের খবর আসে বৃহস্পতিবার। জিম্মি দশার দুই মাস পর দেশে ফিরে এমভি আবদুল্লাহ এখন কুতুবদিয়া চ্যানেলে নোঙর করা আছে। সোমবার রাতেই সেখানে জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। জাহাজে ৫৬ হাজার মেট্রিক টন পাথর আছে। দুই দিন পণ্য খালাসের পর আবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আসার কথা রয়েছে। সেখানে বাকি পণ্য খালাস করা হবে।

ছয়টি একে-৪৭ আর দ্রুত গতির ছোট নৌযানে জিম্মি হয় আবদুল্লাহ: জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার ৬৪ দিনের মাথায় নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পর সেই ঘটনার কথা বলছিলেন জাহাজের ক্যাপ্টেন। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি-১) জেটিতে মুক্ত নাবিকদের অভ্যর্থনা অনুষ্ঠানে মঙ্গলবার বক্তব্য দেন এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন আবদুর রশিদ। ছোট আকারের একটি নৌযান আসছিল দ্রুতই। জাহাজের গতির চেয়ে তিনগুণ বেগে এসে ভেড়ে জাহাজের পাশে। দ্রুতই অস্ত্র হাতে উপরে উঠে যায় জলদস্যুরা। সব কিছুই ‘অনেক দ্রুত’ ঘটে যায়।

অস্ত্রধারী সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার শুরুর ঘটনা এভাবেই বর্ণনা করছিলেন এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন আবদুর রশিদ। আমরা আক্রান্ত হই তখন সেকেন্ড অফিসার ব্রিজে ছিল। সবকিছু অনেক দ্রুত ঘটে যায়। জলদস্যুরা ৩০-৩৫ মাইল গতিতে এসে ব্রিজে উঠে যায়। আমাদের গতি ছিল ১০ মাইল। যেহেতু পণ্য বোঝাই ছিল," জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার ৬৪ দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে আসার পর বলছিলেন তিনি।

জাহাজের ক্যাপ্টেন বলেন, সোমালি জলদস্যুরা একে-৪৭ নিয়ে উপরে উঠেই তাকে ও সেকেন্ড অফিসারকে আটক করে। পরে অন্যদের অস্ত্রের মুখে এক স্থানে জিম্মি করে পুরো জাহাজের নিয়ন্ত্রণ নেয়। আবদুল্লাহর গতি কম থাকায় দস্যুদের নৌযানকে এড়ানো যায়নি।

বীভৎস সময় পার করে আলোয় এসেছি: জেটিতে ভেড়া জাহাজ থেকে নেমে এলেন হাসিমুখে, অপেক্ষায় থাকা সন্তানদের জড়িয়ে ধরে কাঁদলেন; বললেন, দুঃসহ এক সময় পার করে ফিরেছেন মুক্ত জীবনে। ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি দশার অভিজ্ঞতা নিয়ে সন্তানদের কাছে ফিরে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খান। আতিকুল্লাহকে নিতে এসেছিল তার দুই মেয়ে ফাতেমা, উনাইজা এবং ছোট ভাই আতিক খান। জাহাজ থেকে নেমেই দুই মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা একটা বীভৎস সময় পার করে আলোয় এসেছি। স্বজনদের কাছে পেয়ে, দেশের মাটিতে পা দিয়ে অন্যরকম অনুভূতি হচ্ছে- প্রকাশ করা যাবে না।” সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর নাবিকরা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন মঙ্গলবার বিকালে, যাদের জন্য দুই মাস ধরে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কেটেছে স্বজনদের।

আতিকুল্লাহ খানের মেয়ে উনাইজা সাংবাদিকদের বলে, “বাবাকে কাছে পেয়ে ভালো লাগছে। দীর্ঘদিনের অপেক্ষা ফুরাল। বাবার জন্য চমকও রয়েছে আমাদের পক্ষ থেকে।”

এমভি আবদুল্লাহর আরেক নাবিক এমডি নাজমুল হক বলেন, "আমাদের জলদস্যুদরা শুরুতে ভয়ভীতি দেখাত। পরে সব ঠিক হয়ে গেছে। আমাদের মারেনি, শুধু ভয় দেখাত।" আরেক নাবিক শামসুদ্দিন শিমুল বলেন, "জিম্মি দশার ৩৩ দিন ৩৩ বছরের মত লেগেছে। জাহাজে হেলিকপ্টার ধ্বংসের অস্ত্র ছিল। তাই খুব ভয়ে ছিলাম।"

শেষ পর্যন্ত সোমালি উপকূলে আটক থাকা অবস্থায় জলদস্যুদের সঙ্গে মুক্তিপণ নিয়ে আলোচনা শেষে ১৩ এপ্রিল রাতে এমভি আবদুল্লাহ ছেড়ে চলে যায় অস্ত্রধারী দলটি। তারপর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন