প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মিছিল বা সভা করলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে; সরকারের আদেশ বাস্তবায়নে কোনো ছাড় থাকবে না। তিনি বলেন, সরকারের মনিটরিংয়ে সংগঠনের বন্ধ কর্মসূচি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অডিও-কথোপকথন নজরে রাখা হচ্ছে।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “যার বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে। উনি ঢাকার ‘বড় কসাই, বুচার অব বেঙ্গল’ — ওইখানে বসে কী নির্দেশ দিচ্ছেন সেটা আমাদের মনিটরিংয়ে আছে।”
সম্প্রতি ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ১৩ নভেম্বর দলীয় লকডাউনের মতো কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন— সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিওতে নানককে ওই কর্মসূচি ঘোষণা করতে দেখা যায়। প্রেস সচিব বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেউ সভা-সমিতি বা ঝটিকা মিছিল আয়োজন করলে “আইনের ফুল ফোর্স অ্যাপ্লাই” করা হবে এবং এতে কোনো ব্যত্যয় হবে না। তিনি বলেন, “এই সরকার এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না।”
এছাড়া, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ছড়িয়েছে; তাতে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার নির্দেশ দেন—এই ঘটনাও সরকার নজরদারিতে আছে বলে শফিকুল উল্লেখ করেন। তিনি বলেন, “উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম থেকেই অনেক কথা বলছেন। আন্দোলনকারী লাখ লাখ ছেলে-মেয়েদের সন্ত্রাসী বলছেন। ওনার এখন আদালতে বিচার চলছে। বিচারের রায় আসুক, তারপর ওনার বিষয়ে কথা বলব।”
প্রেস সচিব আরো জানান, সরকারের আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং সেই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমিতি, ঝটিকা মিছিল করতে চান, সে ক্ষেত্রে আইনের ফুল ফোর্স অ্যাপ্লাই হবে। কঠিনভাবে হবে, আইনের এখানে কোনো ব্যাত্যয় হবে না।”
সংবাদ সম্মেলনে এই বিষয়ে আরও বলা হয়, প্রশাসন ও নিরাপত্তা অংশীদারদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের মনিটরিং চালানো হচ্ছে এবং আইনগত প্রসিকিউশনের আশ্বাস দিয়ে পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















