বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

পিনাকীর বাড়ির সামনে আগুন লাগানোর অভিযোগ

পিনাকীর বাড়ির সামনে আগুন লাগানোর অভিযোগ

বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির গেটের সামনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে ঘটনাটি ঘটে। ঘটনাটির ৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও পিনাকী ভট্টাচার্য নিজ ফেসবুক পেজে আপলোড করে পরিবারের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন ও দোষীদের বিচারের দাবি জানান। তিনি লেখেন, “আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে ২টায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়… বাসায় আমার বৃদ্ধা মা থাকেন… আমাকে কোনও হুমকিই থামাতে পারবে না।”


জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হানের নেতৃত্বে সদর থানা ও তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হকও একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের দল পলিথিন বা দাহ্য উপাদানের অবশিষ্টাংশ সংগ্রহ করে ও ঘটনাক্রমসংবলিত সিসিটিভি ফুটেজ উদ্ধার করেন।



জুলাই যোদ্ধাদের মিডিয়ায় প্রবেশের আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গণমাধ্যমকে বলেন, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায় দুজন যুবক এসে একটি ছোট পলিথিনের টুকরোতে আগুন ধরিয়ে দরজার সামনে ফেলে চলে যায়। তিনি বলেন, “তারা মাদকসেবী হতে পারে। মাদকসেবন করে বাড়ির দরজার সামনে মাদকের উপকরণ ফেলে গেছে তারা। ঘটনাস্থলে সেই পোড়া পলিথিনের টুকরোটি পাওয়া যায়। এটি বড় কোনও ঘটনা নয়। তবু ওই বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”


স্থানীয় দুই বাসিন্দা পুলিশের কাছে জানায়, দুজন ব্যক্তি ওই বাড়ির সামনের এলাকায় হেরোইন জাতীয় মাদক সেবন করার সময় ব্যবহৃত উপকরণ ফেলে গেছে এবং পরে পলিথিনে আগুন লাগিয়ে চলে যায়। তবে পিনাকী ভট্টাচার্যের পোস্টে দুইজনকে ‘মুখোশধারী’ হিসেবে দেখানো হয়েছে, যার কারণে তিনি এ ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন এবং দোষীদের বিচার দাবি করেছেন।


পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ঘটনা জানামাত্রই পরিবারকে পুলিশ-প্রেরণ করা হয়েছে; পরিবার অভিযোগ নাও করেছে বলেও জানান তিনি, তবু পুলিশ গুরুত্ব দিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নিবে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের নিরাপত্তার জন্য ঐ এলাকায় অতিরিক্ত টহল দেয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজ ও সাক্ষীর বয়ান সংগ্রহ করে ঘটনার পরিণতিসহ আনয়াস্য কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।


এ ঘটনার পর পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, তার বাড়ি ও পরিবার অসুরক্ষিত অনুভব করছে এবং তিনি স্থানীয়রা ও দেশবাসীর কাছে নিরাপত্তা কামনা করেছেন। জেলা পুলিশ জানিয়েছে, তদন্তে যদি প্রমাণ পাওয়া যায় যে ঘটনাটি পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে কাজের অংশ, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : অপূর্ব আহমেদ