বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি: আড়তদার-ব্যবসায়ীদের পোয়াবারো

পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি: আড়তদার-ব্যবসায়ীদের পোয়াবারো

ফরিদপুরের হাট-বাজারগুলোতে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২৫-৩০ টাকা পর্যন্ত বেড়ে ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে প্রতিদিনই বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম ওঠানামা করছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

বিক্রেতারা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের কিছুটা সংকট তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আবার আমদানি শুরু হলে পেঁয়াজের দাম নেমে যাবে।

তবে সাধারণ মানুষের অভিযোগ, কৃষকের কাছে পেঁয়াজ নেই। বেশিরভাগ পেঁয়াজ এখন আড়তদার ও ব্যবসায়ীদের কাছে। ফলে সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জেলার সালথা, বোয়ালমারী, সাতৈর, মধুখালী, কানাইপুর বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে মানভেদে প্রতিকেজি পেঁয়াজ ৭০-৭৫ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়।

আড়তদাররা বলছেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।


সম্পাদক : অপূর্ব আহমেদ