জীবনে এমন মুহূর্ত খুব কমই আসে, যখন কাউকে ‘না’ বলার জন্য আফসোস করতে হয়। ভাবুন তো, আপনি কাউকে প্রত্যাখ্যান করলেন আর পরে জানতে পারলেন, সেই ব্যক্তি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন; যাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা! জীবনের এমন কিছু মুহূর্ত হাতছাড়া হলে আফসোস হয়। তেমনই এক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক নারী ডেটিং অ্যাপে নিউ ইয়র্কের নতুন এবং সবচেয়ে কম বয়সী মেয়র জোহরান মামদানির প্রোফাইল সোয়াইপ লেফট (বাতিল) করে দিয়েছিলেন, শুধুমাত্র উচ্চতার কারণে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি টিকটক স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে এক নারী তার এই অনুশোচনার গল্পটি শেয়ার করেছেন। ক্যাপশনে ‘এই শতাব্দীর সবচেয়ে বড় ভুল’ লিখে ওই নারী জানিয়েছেন, বছর কয়েক আগে নিউ ইয়র্কের হিংজ অ্যাপে তিনি জোহরান মামদানির সঙ্গে 'ম্যাচ' করেছিলেন; কিন্তু শেষ পর্যন্ত তাকে প্রত্যাখ্যান করেন।
ওই নারী বলেন, অ্যাপে তার উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি বা ৫ ফুট ১০ ইঞ্চি লেখা ছিল। আমি তখন ভেবেছিলাম, এর মানে তিনি সম্ভবত ৫ ফুট ৯ ইঞ্চি। এখন বুঝি, তিনি ওই অ্যাপের অন্য পুরুষদের চেয়ে বেশি সৎ ছিলেন। জানা গেছে, মামদানির প্রকৃত উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি।
এই খবর ছড়িয়ে পড়তে না পড়তেই এক্স জুড়ে শুরু হয় মজার সব প্রতিক্রিয়া। অনেকেই লিখেছেন, ওই নারী জীবনের এক সোনালী সুযোগ হারিয়েছেন। একজন ব্যবহারকারী লেখেন, উচ্চতার জন্য নিউ ইয়র্কের ভবিষ্যৎ মেয়রকে হাতছাড়া করার কথা কল্পনা করুন!
মজার বিষয় হলো, নিয়তির বাঁকে জোহরান মামদানি তার বর্তমান স্ত্রী রমা দুয়াজির সঙ্গেও এই হিংজ অ্যাপেই পরিচিত হন, ২০২১ সালে। কিছুদিন প্রেম করার পর তারা ২০২৪ সালের অক্টোবরে বাগদান করেন এবং ডিসেম্বরে দুবাইয়ে জমকালো অনুষ্ঠানে তাদের নিকাহ ও এনগেজমেন্ট পার্টি হয়। পরে এ বছরের শুরুর দিকে নিউ ইয়র্ক সিটি ক্লার্ক অফিসে তারা বিয়ে করেন।
উল্লেখ্য, রামা দুয়াজি একজন সিরীয়-আমেরিকান শিল্পী। তিনি রাজনীতির আলোচনায় থাকেন না। তবে নিউইয়র্কে পুরো নির্বাচনী প্রচারজুড়ে তিনি মামদানির পাশে ছিলেন সহযাত্রী হিসেবে।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম


















