মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৪ ডিগ্রিতে, ডিসেম্বরেই আসছে শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৪ ডিগ্রিতে, ডিসেম্বরেই আসছে শৈত্যপ্রবাহ

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে নেমে এসেছে শীতের আগমনী বার্তা। দিন দিন কমছে তাপমাত্রা, ভোরের বাতাসে মিলছে হালকা শীতের ছোঁয়া। তবে দিনের বেলায় সূর্যের তেজে পারদ উঠছে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে, ফলে জেলায় তৈরি হয়েছে গরম-শীতের মিশ্র আবহাওয়া।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগের দিন সোমবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি। অর্থাৎ একদিনেই তাপমাত্রা কমেছে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস।

ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ছে সাদা কুয়াশার চাদরে। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হচ্ছে।

হাড়িভাসা এলাকার অটোচালক রহিম উদ্দীন জানান, “ভোরে এমন কুয়াশা পড়ে যে, হেডলাইট জ্বালিয়েও সামনে রাস্তা দেখা যায় না।”


চাকলাহাটের বাসিন্দা মাসুম বলেন, “সকালে খুব ঠান্ডা লাগে, শীতের কাপড় না পরলে থাকা যায় না।”


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

সম্পাদক : অপূর্ব আহমেদ