নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ভূমিকম্পের পরপরই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি তুলার গুদাম পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার কুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তিনি বলেন, সকালে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের পরপর ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।
আগুনে অন্তত ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জুলহাস মিয়ার।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে; যার উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।
এদিকে ভূমিকম্পের সময় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় একটি ভবনের দেয়াল ধসে দশ মাস বয়সী এক শিশু মারা গেছে; এতে আহত হয়েছেন শিশুটির মা–সহ আরও দুইজন। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, নিহত শিশু ফাতেমা ওই এলাকার আব্দুল হকের মেয়ে। আব্দুল হক ঢাকার শ্যামবাজারে ব্যবসা করেন।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম

















