রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের ২৫০

টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের ২৫০

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। রোববার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনের সকালে স্পিন অলরাউন্ডার অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়ে এই রেকর্ড গড়েন তিনি।

৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের সকালে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। স্কোরবোর্ডে আর মাত্র ১৩ রান যোগ হতেই তাইজুলের শিকার হন ম্যাকব্রাইন। ৫৩ বলে ২১ রান করা এই ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ৩২ বছর বয়সী এই স্পিনার।

ক্যারিয়ারের মাত্র ৫৬তম টেস্টেই ২৫০ উইকেটের এই মাইলফলক স্পর্শ করলেন তাইজুল। এর আগে চলতি টেস্টের তৃতীয় দিনে চার উইকেট তুলে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাকিব আল হাসানের ২৪৬ উইকেটের পাশে নাম লেখান তাইজুল। গতকাল শনিবার আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে এলবিডাব্লিউ করেই তিনি সাকিবকে ছাড়িয়ে যান।


টেস্টে বাংলাদেশের শীর্ষ ৫ উইকেট শিকারি:

তাইজুল ইসলাম- ২৫০*

সাকিব আল হাসান- ২৪৬

মেহেদী হাসান মিরাজ-২০৯*

মোহাম্মদ রফিক-১০০

মাশরাফি বিন মুর্তজা- ৭৮


সম্পাদক : অপূর্ব আহমেদ