সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।


সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হলটির যমুনা ব্লকের পেছনে জিয়া হলের পার্শ্বে এ ঘটনাটি ঘটে। তবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।


প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো আগুনের উৎস খোঁজে পাননি বলে জানা গেছে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুন ধরার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তা নেভানোর চেষ্টা করছেন।


এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। ঘটনাস্থলে তাদের সদস্যরা যাওয়ার আগে গণমাধ্যমকে তিনি বলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই।‌ চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ‌ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে আমাদের ইউনিটগুলো। এছাড়া, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সম্পাদক : অপূর্ব আহমেদ