প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের মেলায় বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও সংরক্ষণবিদ ড. আলী রেজা খানকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৫’ সম্মানে ভূষিত করা হবে। এছাড়া প্রাণিবিদ্যা বিভাগের দুই শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারীকে যৌথভাবে ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৫’ পুরস্কার দেওয়া হবে।
মনোয়ার হোসেন বলেন, মেলা উপলক্ষে ‘বাটারফ্লাইস অব বাংলাদেশ’ বইটির তৃতীয় সংস্করণ উন্মোচন করা হবে। এই সংস্করণে ৩৬০ প্রজাতির প্রজাপতির ছবি, জীববৈজ্ঞানিক ও জিনভিত্তিক শনাক্তকরণ তথ্য রয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
মেলায় নানা আয়োজনের মধ্যে থাকবে র্যালি, পুতুলনাচ, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, শিশুদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতা।
এছাড়া দিনভর প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে প্রজাপতিবান্ধব গাছপালা, জীবন্ত প্রজাপতি ও তাদের প্রজনন স্থান প্রদর্শনীর জন্য একটি বাগান সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে প্রতিবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য ‘প্রজাপতি মেলা’ আয়োজন করা হয়।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম























