সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু, কমে যাচ্ছে দাম

ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু, কমে যাচ্ছে দাম

টানা তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করে।

আজ বিকেলে আমদানিকারক রকি এন্টারপ্রাইজের ৩০ টনের একটি পেঁয়াজের চালান দেশে আসে। আমদানির খবর জানাজানি হতেই মোকামে দাম কমে যায়। ফলে খুচরা বাজারেও দাম কিছুটা কম দেখা গেছে।

ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর বাজারে কিছুটা স্বস্তি এনেছে।

আরেক ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, স্থানীয় শুকনা পেঁয়াজ প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ১০০ টাকায় নেমে এসেছে। আর মুড়িকাটা পাতা পেঁয়াজ গতকাল প্রতি কেজি ১০০ টাকা ছিল, আজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, তবে তা সীমিত পরিসরে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। পেঁয়াজ আমদানির আইপি (ইমপোর্ট পারমিট) আরও উন্মুক্ত করে দেওয়া হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

সম্পাদক : অপূর্ব আহমেদ