রাজধানীর পূর্বাচলে ওভারটেকের সময় একটি ডিমবাহী পিকআপকে ধাক্কা দিয়েছে বেপরোয়া একটি প্রাইভেটকার। এতে সড়ক বিভাজকের পাশেই উল্টে সড়কে পড়ে নষ্ট হয়ে যায় কয়েক হাজার ডিম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পূর্বাচল সড়কের বসুন্ধরা আবাসিক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাজীপুর থেকে ঢাকাগামী ডিমবাহী পিকআপকে ওভারটেক করার চেষ্টা করছিল দ্রুতগতির একটি প্রাইভেটকার। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পিকআপকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে সড়ক বিভাজকের পাশে উল্টে যায় পিকআপটি। রাস্তায় পড়ে ভেঙে গাড়িতে থাকা সব ডিম। এ ছাড়া, প্রাইভেটকারটি উঠে যায় সড়ক বিভাজকের ওপর। এতে গাড়িটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















