শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

৩৫ ফুট গভীরেও শিশু সাজিদেকে দেখা যায়নি, উদ্ধার অভিযান অব্যাহত

৩৫ ফুট গভীরেও শিশু সাজিদেকে দেখা যায়নি, উদ্ধার অভিযান অব্যাহত

রাজশাহীর তানোরে কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের সাজিদ নামের দুই বছরের শিশু একটি ৩০-৩৫ ফুট গভীর গর্তে পড়ে যায়। সে মো. রাকিবের ছেলে। গতকাল বেলা একটার দিকে শিশু গর্তে পড়ার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতভর উদ্ধার অভিযান চলেছে। প্রায় ১৬ ঘণ্টার চেষ্টার পরও শিশুকে উদ্ধার করা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল নয়টার সময়ও উদ্ধারকাজ চলছিল। মূল গর্তের পাশ থেকে কেটে শিশুকে বের করার চেষ্টা চলছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, ‘উদ্ধার কাজ শেষ হয়নি। খনন চলছে।’

স্থানীয়রা জানান, পচন্দর ইউনিয়নের এই এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে। গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। কোয়েল হাট গ্রামের কছির উদ্দিন নামের ব্যক্তি পানির স্তর যাচাইয়ের জন্য গর্ত খনন করেছিলেন। বর্ষার মাটির কারণে নতুন করে গর্ত তৈরি হওয়ায় শিশুটি এতে পড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার বিকেল সাড়ে পাঁচটায় এক্সকাভেটর দিয়ে খনন শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর তিনটি ইউনিট, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দেয়। রাত ১০টার পর বড় এক্সকাভেটর ব্যবহার করে খনন চলেছে। আজ সকাল ৮টার সময় প্রায় ৩৫ ফিট গভীরে যাওয়ার পরও শিশুটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শিশু আরও গভীরে চলে গেছে।


ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, তারা ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। স্থানীয়দের প্রাথমিক প্রচেষ্টায় কিছু মাটি ভেতরে পড়ায় সমস্যা তৈরি হয়েছে। এরপর পাইপের মাধ্যমে গর্তে অক্সিজেন সরবরাহ করা শুরু করা হয়।

সম্পাদক : অপূর্ব আহমেদ