নতুন নির্ধারিত মূল্যে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৬ টাকা ৭৫ পয়সায় বিক্রি হচ্ছে। তবে পেট্রোল ও অকটেনের দামে কোনো পরিবর্তন হয়নি। জুলাই মাসের জন্য ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক টাকা কমিয়েছে সরকার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুসারে, সোমবার থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৬ টাকা ৭৫ পয়সায় বিক্রি শুরু হয়। জুন মাসে এই পণ্য দুটি বিক্রি হয়েছে প্রতি লিটার ১০৭ টাকা ৭৫ পয়সায়।
সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলায় প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। তারই ধারাবাহিকতায় জুলাই মাসের ভোক্তা পর্যায়ের দাম নির্ধারণ করে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেট্রোল ও অকটেনের দামে কোনো পরিবর্তন হয়নি। জুলাই মাসেও প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৩১ টাকা দরে বিক্রি হবে।