শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রীর চীন সফরে বিদ্যুৎ খাতে ৬ প্রকল্পে চুক্তি সইয়ের সম্ভাবনা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে বিদ্যুৎ খাতে ৬ প্রকল্পে চুক্তি সইয়ের সম্ভাবনা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চীন সফরে বিদ্যুৎ খাতের মোট ছয়টি প্রকল্পে চুক্তি  সই হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যার মোট অর্থমূল্য প্রায় ১ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়েও বড় অগ্রগতি হতে পারে এবারের সফরে। নতুন অর্থবছরে দুই বিভাগ মিলিয়ে প্রায় ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, বিরূপ আবহাওয়ার কারণে নিরবচ্ছিন্ন সরবরাহ বিঘ্নিত হচ্ছে। 

ভর্তুকি ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরেও প্রায় ৪০ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। যা বছরে ৪ বার বিদ্যুতের সমন্বয় করে এই অঙ্ক কমানোর চিন্তাভাবনা আছে।


সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন