শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানাতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।  

ডা. এ জেড এম জাহিদ জানান, মেডিকেল বোর্ডে যুক্ত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এখনো বেগম খালেদা জিয়া সিসিইউ এর সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন।

তিনি জানান, গত কয়েকদিন বেগম খালেদা জিয়া যে অবস্থাতে ছিলেন, এখন সেই অবস্থার উন্নতি হয়েছে। আজকে তাকে একটি প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়েছে এবং তিনি তা গ্রহণ করতে পেরেছেন। উনার চিকিৎসকরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন।

ডা. জাহিদ আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সবাই বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন বলেও জানান ডা. জাহিদ। দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।



গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার স্বাস্থ্যের আরও অবনতি হলে ২৭ নভেম্বর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। সেখান চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে তার।


সম্পাদক : অপূর্ব আহমেদ