শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা, ভরি কত?

দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা, ভরি কত?

সবশেষ গত ১৫ ডিসেম্বর রাতে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে সময় প্রতি ভরি ১,৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা।

শনিবার (২০ ডিসেম্বর) দেশের বাজারে সেই দামেই বিক্রি হবে সোনা। ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা দামে। 

এ ছাড়াও ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে রুপার দাম আগের মত অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৫৭২ টাকা।

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তিত হতে পারে।


এর আগে, ১৩ ডিসেম্বর ৩,৪৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায়, যা ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

চলতি বছরে সোনার দাম মোট ৮৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫৯ বার এবং কমানো হয়েছে ২৭ বার। রুপার দামও এই বছর ১০ বার পরিবর্তিত হয়েছে, যার মধ্যে বেড়েছে ৭ বার এবং কমেছে ৩ বার।


সোনা ও রুপার বাজার মূল্যের এই পরিবর্তন ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে উৎসবের মৌসুমে।


সম্পাদক : অপূর্ব আহমেদ