দীর্ঘ ১৯ বছরেরও অধিক সময় পর বাবা সাবেক প্রসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানের সামনে রাস্তায় বাস থেকে নেমে পায়ে হেঁটে সমাধিতে আসেন তিনি। সর্বশেষ ২০০৬ সালে ১লা সেপ্টেম্বর জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারেক রহমান।
শুক্রবার বিকেল সাড়ে চারটার পরপর তিনি সেখানে পৌঁছান। এ সময় তাকে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অভিবাদন জানান। নেতারকর্মীদের বিশাল ঢলের মধ্যদিয়ে তাকে বহনকারী বাসটি সমাধির দিকে এগিয়ে যায়।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা রওনা দেয়ার পর রাস্তার দু’পাশে হাজার হাজার নেতাকর্মী দাঁড়িয়ে হাত নেড়ে তারেক রহমানকে অভিবাদন জানান। তাকে এক নজর দেখার জন্য সড়কে নেতাকর্মীরা ভিড় জমান।
এর আগে শুক্রবার বাদ জুমা ২ টা ৫৩ মিনিটে তিনি বাসা থেকে বের হন তারেক রহমান। উঠেন সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত সেই লাল সবুজ বাসে।
এদিকে তারেক রহমানকে দেখতে আজ সকাল থেকেই বাসার সামনে জড়ো হন নেতা-কর্মীরা। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যদের পাশাপাশি পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটির নিরাপত্তায় রয়েছেন।
সরজমিনে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের প্রবেশ মুখে ও ভেতরে রয়েছে কয়েকস্তরের নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যক র্যাব, পুলিশ, বিজিবি। অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে সেখানে আসা দর্শনার্থীদের ওপরে রাখা হয়েছে বিশেষ নজরদারি।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম



















