শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আসিফ মাহমুদের অফিশিয়াল ফেসবুক পেইজ রিমুভ

আসিফ মাহমুদের অফিশিয়াল ফেসবুক পেইজ রিমুভ

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছেড়ে ভোটের মাঠে নামা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেইসবুক পেইজ মুছে দিয়েছে মেটা কর্তৃপক্ষ। শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ফেইসবুক আইডি থেকে পোস্ট করে পেইজ মুছে ফেলার একটি স্ক্রিনশট জুড়ে দিয়েছেন তিনি।

ওই পোস্টে আসিফ লিখেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের আগে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ছেড়ে ভোটের মাঠে নামেন আসিফ মাহমুদ। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে মনোনয়নপত্র তুলেছেন এ জুলাই যোদ্ধা।


আরেক জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে পোস্ট করা ভিডিওতে ‘সংঘবদ্ধ রিপোর্ট’ হওয়ার কথা বলেছেন তিনি। হাদি গুলিতে আহত হওয়ার এক সপ্তাহ পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সম্পাদক : অপূর্ব আহমেদ