শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

নেপালে ভূমিধসে ছিটকে নদীতে দুই বাস, নিখোঁজ ৬৩

নেপালে ভূমিধসে ছিটকে নদীতে দুই বাস, নিখোঁজ ৬৩

নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে দু'টি যাত্রীবাহী বাস ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

নেপালের ভরতপুর সড়ক বিভাগের বরাতে এএনআই বলছে,  স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআইকে জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নীচের নদীতে পড়ে।

জানাগেছে, দুটি বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে ভ‚মিধসে বাসগুলো ভেসে যায়। ঘটনাস্থলে  তল্লাশি অভিযান চলছে। তবে বৃষ্টির কারণে অভিযান বাধাগ্রাস্ত হচ্ছে বলে জানাগেছে।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সব সরকারি সংস্থাকে যাত্রীদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন।


সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন