বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে গোপন বৈঠকের বিষয়ে অবশেষে মুখ খুলেছে ভারত। শুক্রবার(১৬ জানুয়ারি) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বৈঠকের সত্যতা নিশ্চিত করেন। এর আগে জামায়াত আমির বার্তা সংস্থা রয়টার্সের কাছে এক সাক্ষাৎকারে ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠকের কথা জানান।
রণধীর জয়সওয়ালকে সাংবাদিকরা এই বৈঠকের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। জামায়াতের সঙ্গে বৈঠকটিকেও সেই ধারাবাহিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন। তবে বৈঠকটি কেন গোপন রাখা হয়েছিল সেই বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
এর আগে রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় কর্মকর্তা বৈঠকটি অত্যন্ত গোপনীয় রাখতে অনুরোধ করেছিলেন। জামায়াত আমির সেই সময় স্পষ্ট করে বলেছিলেন, সব দেশের সঙ্গে তাদের সম্পর্ক উন্মুক্ত হওয়া প্রয়োজন এবং সম্পর্কোন্নয়ন ছাড়া দুই দেশের সামনে আর কোনো বিকল্প নেই। তার এই খোলামেলা বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও আজ তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করে নিল।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম


















