শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

তাপমাত্রা বাড়ার আভাস

তাপমাত্রা বাড়ার আভাস

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর।  আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি জানুয়ারি মাসের বাকি দিনগুলোতে  বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বললেই চলে।


আবহাওয়া বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, কোনো এলাকার তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তবে কেবল একটি বিচ্ছিন্ন এলাকায় এমন তাপমাত্রা থাকলে আবহাওয়া অফিস তাকে আনুষ্ঠানিকভাবে ‘শৈত্যপ্রবাহ’ ঘোষণা করে না। 


শীতের ভরা মৌসুম হলেও দেশের অধিকাংশ এলাকায় শীতের দেখা মিলছে না।  শনিবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস। 


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এরপর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষ দিকে নতুন করে শীতের তীব্রতা বাড়বে কিনা, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলছে না আবহাওয়া অধিদপ্তর।



সম্পাদক : অপূর্ব আহমেদ