আমার বাংলাদেশ (এবি) পার্টির ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় কাউন্সিল ২০২৫ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ প্রিন্স এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাফিউর রহমান।
শুক্রবার (৪ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রপক্ষের সদস্য আরিফুল ইসলাম আবিরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার সানী আব্দুল হক।
এ সময় ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, বাংলাদেশ ছাত্রপক্ষ প্রমাণ করেছে যে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ গণতন্ত্র, স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতার ভিতেই নিহিত। কাউন্সিলের প্রতিটি ধাপ গঠনতান্ত্রিক নীতি মেনে পরিচালিত হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, ফওজিয়া ফারিহা করবী ও রাশেদুল ইসলাম।