কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৪৫.৫ ওভারে অলআউট হয়ে ২৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। পারভেজ হোসেনের হাফসেঞ্চুরি, তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ইনিংস ও শেষ দিকে তানজিম সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে এ স্কোর গড়ে টাইগাররা।
টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথমে সতর্ক সূচনা করে। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ফার্নান্দোর দুর্দান্ত নাকল ডেলিভারিতে মাত্র ৭ রানে ফেরেন তানজিদ হাসান। এরপর পারভেজ হোসেন ও নাজমুল হোসেন শান্ত ৫৪ বলে ৬৩ রানের জুটি গড়েন। শান্ত ১৪ রান করে ফিরে গেলেও পারভেজ ৬৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেন, যাতে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।
পারভেজের বিদায়ের পর মাঝপথে ছন্দ হারাতে থাকে বাংলাদেশ। মিরাজ, শামীম, ও জাকের আলীর পর রানআউট হন হৃদয়—যা ছিল ইনিংসের সবচেয়ে বড় ধাক্কা। দ্বিতীয় রান নিতে গিয়ে মাঝপথে দাঁড়িয়ে পড়েন হৃদয়, কারণ অপরপ্রান্তে থাকা তানজিম ‘না’ বলেন। ক্ষুব্ধ হৃদয় রানআউট হয়ে ৬৯ বলে ৫১ রান করে ফেরেন এবং ড্রেসিংরুমে ফেরার পথে ব্যাট ছুড়ে ফেলেন।
এ ছাড়া শেষ দিকে হাসান মাহমুদ (০), তানভির ইসলাম (৪) দ্রুত ফিরে যান। তবে ইনিংসের শেষ দিকে ২১ বলে ৩৩ রানে অপরাজিত থেকে লড়াকু সংগ্রহ এনে দেন তানজিম সাকিব।
সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশকে এখন এই মাঝারি স্কোর রক্ষা করতে হবে বোলিংয়ে দৃঢ়তার মাধ্যমে।