শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি

মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি

বিনোদন জগতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন। এবং বাংলা গানের জগতে বেশ সুখ্যাতি অর্জন করেছেন। এবার এ সংগীতশিল্পীর সংগীতযাত্রায় প্রথমবারের মতো তার সঙ্গী হলেন বড় মেয়ে রোদেলা।

‘কেন’ শিরোনামের একটি স্যাড-রোমান্টিক ঘরানার গানে মা ও একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। গানটি একটি মিউজিক ভিডিওর জন্য নির্মিত হয়েছে। আজ বৃহস্পতিবার রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা ও মেয়ে দুজনেই।

এ বিষয়ে সংগীতশিল্পী ন্যান্সি বলেন, গানটি আমি প্রথমে একাই করার কথা ভেবেছিলাম। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করা যায়। এতে এক অন্যরকম মাত্রা পাবে। ওকে গাইয়ে দেখলাম, বেশ ভালো লাগল। তিনি বলেন, এটা আমাদের প্রথম গান, তাই আমি খুবই আনন্দিত ও গর্বিত।

অন্যদিকে রোদেলা বলেন, মায়ের সঙ্গে গান করা এক দুঃসাহসিক সিদ্ধান্ত। মা নিজেই আমাকে অনুপ্রাণিত করেছেন এবং সাহস দিয়েছেন। তাই আত্মবিশ্বাস নিয়ে গেয়েছি।

‘কেন’ গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন প্রত্যয় খান। এবং মডেল হিসেবে দেখা যাবে মা ও মেয়েকে। পরিচালক প্রত্যয় খান বলেন, ছোটবেলা থেকেই ন্যান্সি আন্টির কণ্ঠ আমার খুব পছন্দ। রোদেলার কণ্ঠেও নিজস্বতা রয়েছে। টিম মিলে আমরা চেষ্টা করেছি এমন একটি গান দাঁড় করাতে, যা শ্রুতিমধুর ও আলাদা কিছু হয়ে উঠবে।

সম্পাদক : অপূর্ব আহমেদ