ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটে অচল হয়ে পড়েছে যান চলাচল। পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে এক ঘণ্টার বেশি। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত পর্যন্ত যানজটের দৈর্ঘ্য ছিল ১৫ কিলোমিটার, যা শুক্রবার সকালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫ কিলোমিটারে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়কের অবস্থা এতটাই খারাপ যে, সেখানে যান চলাচল প্রায় বন্ধ। ফলে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রামগামী যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
তিনি বলেন, “সড়কের নাজুক অবস্থা ও চালকদের অসচেতনতার কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আমরা ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের সহায়তায় যানজট নিরসনে কাজ করছি।”
সড়কের এমন ভয়াবহ অবস্থার পেছনে রয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক উন্নয়ন প্রকল্প শুরু হয় ২০১৭ সালে। কিন্তু কাজের ধীরগতির কারণে এখনো তা শেষ হয়নি। বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে রাস্তার বড় বড় গর্তগুলো আরও গভীর হয়ে উঠছে, যা যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি করছে।
বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত সড়কে গাড়িগুলো ধীরগতিতে চলছে। এ অবস্থায় সিলেটমুখী লাইন প্রায় বন্ধ হয়ে গেছে, ঢাকামুখী যানবাহন ছাড়া সম্ভব হচ্ছে না বলেও জানান পুলিশ কর্মকর্তা।
সড়কের দুরবস্থা এবং অব্যবস্থাপনা দূর না হলে ভবিষ্যতে এ রুটে চলাচল আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।