সোমবার, ২১ জুলাই, ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় একজন নিহত, আহত অন্তত ৪

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় একজন নিহত, আহত অন্তত ৪

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই এটি মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ৪জন আহত হয়েছে বলেও জানা গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান বলেন, ‘আহত চারজনকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।’

বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তোকির। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত হাসপাতালে পাঠাচ্ছেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ