বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বাদ্যযন্ত্রের তালে মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা

বাদ্যযন্ত্রের তালে মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস বা শ্রমিক দিবস আজ।

শ্রমিকদের বিশেষ এই দিনটিতে বাদ্যযন্ত্র ও নানান সাজে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা।


বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে রাজধানীর খামারবাড়ীতে এ শোভাযাত্রা শুরু হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ শোভাযাত্রার আয়োজন করে।


শোভাযাত্রাটি খামারবাড়ী থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের দিকে এগিয়ে যায়। এসময় মহান মে দিবস লেখা সম্বলিত পোশাক গায়ে, বাদ্যযন্ত্রের তালে ও ঘোড়ার গাড়িতে শব্দযন্ত্রের (বক্স) তালে তালে শোভাযাত্রাটি এগিয়ে যায়।


জানা গেছে, ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্যে একগুচ্ছ আয়োজনের মধ্যে দিয়ে এবারের মে দিবসের মূল অনুষ্ঠান হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ