শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সবচেয়ে সস্তায় ই-কার আনছে টাটা

সবচেয়ে সস্তায় ই-কার আনছে টাটা

এবার সবচেয়ে কমদামি ই-কার আনছে ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা। নতুন এই ন্যানো ই-কারটি পুরনো এক গাড়ির বৈদ্যুতিক সংস্করণ। ২০০৮ সাল থেকে ২০১৮ পর্যন্ত এই গাড়ি জনপ্রিয় ছিল ভারতে। বর্তমানে বিশ্বের যতগুলো প্রতিষ্ঠান ই-কার তৈরি করছে তার অধিকাংশই টাটা মটোরসের।

ভারতে টাটা নিক্সন ইভি, টিগোর ইভি, টিয়াগো ইভি জনপ্রিয়তার তুঙ্গে। তবে এরমধ্যে সারা বিশ্বে ইলেকট্রিক গাড়ির একটি নতুন ব্রিড জনপ্রিয়তা পেয়েছে। সেটি হচ্ছে, মাইক্রো ইভি।

এই মুহূর্তে চীনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক ভেহিকল এটি। দুই-দরজার সস্তার এই মাইক্রো ইলেকট্রিক ভেহিকল নিয়ে যে কোনো সরু গলিতে ঘুরে বেড়াতে পারবেন স্বাচ্ছন্দ্যে।

সূত্র: রাসলেন

সম্পাদক : জোবায়ের আহমেদ