শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

হোয়াটসঅ্যাপে যেভাবে বানাবেন নিজের অবয়ব!

হোয়াটসঅ্যাপে যেভাবে বানাবেন নিজের অবয়ব!

এবার ব্যবহারকারীর অ্যাভাটার বা অবয়ব তৈরির ফিচার এনেছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপলিকেশন্স হোয়াটসঅ্যাপ। এখন থেকে ফেসবুকের জনপ্রিয় ফিচার হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে।

মেটা করপোরেশনের মালিনাকাধীন হোয়াটসঅ্যাপে নিজের অবয়ব তৈরি করে শেয়ার করা যাবে। চ্যাট এবং চাইলে প্রোফাইলেও ব্যবহার করা যাবে এই অবয়ব।

যেভাবে আপনার অবয়ব তৈরি করবেন-

১. প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সেটিংস অপশনে যেতে হবে।

২. নতুন ‘অ্যাভাটার’ অপশনে ক্লিক/ট্যাপ করুন।

৩. এবার ‘ক্রিয়েট অ্যাভাটার’ অপশন নির্বাচন করুন।

৪. সেখানে পাওয়া নির্দেশনা অনুযায়ী পছন্দমতো আপনার নাক কান চোখসহ অন্যান্য বিষয় সেট করে নিজের অবয়ব তৈরি করে নিন।

এই অবয়ব প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে চাইলে  হোয়াটসঅ্যাপ খুলে অ্যাপ থেকে সেটিংস অপশনে চলে যান।

এরপর আপনার প্রোফাইল ফটোতে ট্যাপ করুন এবং ‘এডিট’ অপশনে ক্লিক করুন। এবার ইউজ অ্যাভাটার অপশনে ট্যাপ করুন।

সূত্র: লাইভমিন্ট

সম্পাদক : জোবায়ের আহমেদ