মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

আশুলিয়ায় শ্রমিক হত্যা মামলার অভিযোগে অভি গ্রেফতার

আশুলিয়ায় শ্রমিক হত্যা মামলার অভিযোগে অভি গ্রেফতার

গত ৫ আগষ্ট আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনের সময় বাইশ মাইল এলাকায় সুমন (২১) পাটওয়ারী নামে এক পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিল্লাল হোসেন অভি (৩২) কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া কাইছা বাড়ি এলাকা থেকে তাকে আটক করে। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি জানায়, অভি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও  স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম এর ক্যাডার ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে সে ছাত্র জনতার আন্দোলনে হামলা করেছে বলে অভিযোগ রয়েছে। 

আশুলিয়া থানায় অভিযোগ কারী ওমর ফারুক জানান, তার ছেলে সুমন বাইশ মাইল এলাকা পোশাক কারখানায় চাকরি করতেন। ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে ৫ আগষ্ট ঐ এলাকায় গেলে সন্ত্রাসীরা আমার ছেলে কে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় নারী শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে তার লাশ দিনাজপুর নিয়ে দাফন করা হয়েছে। এঘটনায় স্থানীয় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৪৬ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলার ১০ নং আসামি হলেন বিল্লাল হোসেন অভি।

আশুলিয়া থানা পুলিশ জানায়, অভি এলাকার চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিয়োগ রয়েছে। 


সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন