ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরে এক শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রোববার দিবাগত মধ্যরাতে শহরে সামরিক অভিযানকালে ১৬ বছরের ওই কন্যাশিশুকে গুলি করে হত্যা করে তারা। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিশুটির নাম জানা মাজদি জাকারনেহ। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুলি করে হত্যার সময় শিশু জাকারনেহ তার নিজ বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শিশুটির মাথায় গুলি করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত ১০টার দিকে জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলের বিশেষ বাহিনী।
এ সময় সেখানে ধরপাকড় চালায় তারা। এক পর্যায়ে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একজন ফিলিস্তিনি নারী নিহত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
২০২২ সালে ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় ৫০টিরও বেশি শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। এ তালিকায় সর্বশেষ সংযোজন জানা মাজদি জাকারনেহ।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম

























