নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘নব যাত্রা প্রজেক্ট ১১’ বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: অ্যাসোসিয়েট সিস্টেম স্ট্রেংথেনিং অফিসার, ১টি।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ২৮ হতে হবে। কর্মস্থল সাতক্ষীরার শ্যামনগরে।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ৫০,০০০-৬০,০০০ টাকা করে দেয়া হবে। এ ছাড়া মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি এবং আরও অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী দেয়া হবে।
আবেদনের সময়সীমা: আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।