“নগর পুড়িলে দেবালয় কি এড়ায়”— বিখ্যাত এই ভাবদ্যেতক প্রবচনের কবি ভারতচন্দ্র রায়গুণাকর। নগর পুড়লে দেবালায় সত্যি এড়ায় না, বাস্তব জীবনে বহুবার তার প্রমাণ মিলেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানলের মুখ থেকে অনেক তারকার বাড়ি রক্ষা পেয়েছে। বহুল প্রচলিত এই প্রবচনের ঠিক উল্টোটাই সেখানে ঘটেছে।
মার্কিন তারকা প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, অ্যাডাম ব্রডি, মার্ক হ্যামিল, জেমস উডসসহ একাধিক তারকার বাড়িঘর দাবানলে পুড়ে গেছে। আবার হলিউডের প্রথম সারির একঝাঁক তারকার ঘরবাড়ি ক্ষতহীনভাবে সগৌরবে দাঁড়িয়ে আছে। কোনো কোনো তারকার বাড়ির সীমানা প্রাচীরে গিয়ে থমকে গেছে দাবানলের লেলিহান শিখা। ‘অলৌকিকভাবে’ অক্ষত থাকা কয়েকজন তারকার বাড়ি নিয়ে এই প্রতিবেদন। ডেইলি মেইল অবলম্বনে প্রতিবেদনটি তৈরি করেছেন— আমিনুল ইসলাম শান্ত।
কেট হাডসন
অভিনেত্রী-গায়িকা কেট হাডসনের দুটো বাড়ি রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এই এলাকায় ভয়াবহ দাবানলের পরও বাড়ি দুটো অলৌকিকভাবে অক্ষত রয়েছে। এর মধ্যে একটি বাড়িতে কেটের শৈশব কেটেছে; এখানেই বেড়ে উঠেছেন এই শিল্পী। তবে মাঝে বাড়িটি হাতছাড়া হয়ে যায়। ফলে ২০০৩ সালে ৫.৫ মিলিয়ন মার্কিন ডলারে বাড়িটি পুনরায় কিনেন কেট। ২০১১ সালে এই বাড়ির পাশের বাড়িটিও কিনেন নেন বিখ্যাত এই অভিনেত্রী। এতে তিনি ব্যয় করেন ৫.৩ মিলিয়ন ডলার। তিন সন্তান ও বাগদত্তাকে নিয়ে এই বাড়িতে বসবাস করেন কেট।
জেনিফার লাভ হিউইট
মার্কিন অভিনেত্রী-গায়িকা জেনিফার লাভ হিউইট তার স্বামী ব্রায়ান হ্যালিসির এখনো একটি বাড়ি আছে। প্যাসিফিক প্যালিসেডসে দাবানল ছড়িয়ে পড়ার পরও তাদের সাদা রঙের কেপ কোড স্টাইলের বাড়িটি এখনো অক্ষত। যদিও তাদের পড়শিদের ঘরবাড়ি পুড়ে গেছে। যাহোক, ২০২০ সালে ৬ মিলিয়ন মার্কিন ডলারে বাড়িটি কিনেন তারা। খোলামেলা এ বাড়ির সিলিং উঁচু করে নির্মাণ করা, মেঝে কাঠ দিয়ে তৈরি। এতে বড় একটি রান্নাঘর রয়েছে, যেখানে নাস্তার চেয়ার-টেবিল রাখা। বাড়িটির পেছনে রয়েছে হট-টাব, আয়তকার সুইমিং পুল। এ পুল ঘেঁষে বয়ে গেছে সবুজ লন।
ক্রিস প্র্যাট
অভিনেতা ক্রিস প্র্যাট ব্যক্তিগত জীবনে লেখিকা ক্যাথরিন শোয়ার্জনেগারকে বিয়ে করেছেন। ক্যাথরিনের আরেক পরিচয় তিনি হলিউডের প্রখ্যাত অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগারের কন্যা। প্যাসিফিক প্যালিসেডসে অবস্থিত বাড়িতে বসবাস করেন ক্রিস-ক্যাথরিন। এই এরিয়াতে আগুন ছড়িয়ে পড়ার পর প্রার্থনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে দেখা গেছে তাদের। এ বাড়িটি এখনো অক্ষত রয়েছে। জানা যায়, বাড়িটির মূল্য ১৫.৬ মিলিয়ন মার্কিন ডলার।
টম হ্যাঙ্কস
হলিউডের হেভিওয়েট তারকা অভিনেতা টম হ্যাঙ্কস। প্যাসিফিক প্যালিসেডসের পাহাড়ের ওপরে তার খোলামেলা একটি বাড়ি রয়েছে। সাদা রঙের আধুনিক এই বাড়িতে বসবাস করেন টম। তার বাড়ির পেছনের বাড়ি দাবানল গ্রাস করলেও টমের বাড়িটি অক্ষত রয়েছে। বাড়ির সামনের সবুজ লন দেখে এখনো চোখ জুড়িয়ে যায়। অস্কারজয়ী ‘ফরেস্ট গাম্প’ অভিনেতা তার দীর্ঘদিনের স্ত্রী রিতা উইলসনের সঙ্গে বাড়িটিতে বসবাস করেন।
স্টিভেন স্পিলবার্গ
মার্কিন ভাগ্যবান তারকাদের অন্যতম বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। কারণ লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসে অবস্থিত তার বাড়িটি এখনো অক্ষত রয়েছে। চোখ ধাঁধানো বাড়িটি দুই স্তরে তৈরি করা। দেখে মনে হয়, চারটি বাড়ি একসঙ্গে গাঁথা। তা ছাড়াও একটি ল্যাপ পুল, একটি লাউঞ্জ আউটডোর এরিয়া, আলাদা গ্যারেজ এবং ফুটবল খেলার জন্য বড় লন রয়েছে। বিস্মরকর ব্যাপার হলো, স্টিভেনের বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষা বাড়িটি পুড়ে গেছে। কিন্তু তার বাড়ির সীমানা প্রাচীর টপকে যায়নি আগুনের লেলিহান শিখা।
রেবেল উইলসন
অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলসে অবস্থিত তার বাড়িটি এখনো অক্ষত। দ্বিতলা বাড়িটির সামনে ডেক এবং পেছনে সুইমিং পুল রয়েছে। ঝড়ো হাওয়ার কারণে পাশের গাছ থেকে পাতা ঝড়ে পড়ার কারণে কিছুটা ময়লা জমেছে। তা ছাড়া ড্রাইভওয়েতে এখনো শোভা পাচ্ছে গাড়ি। গত বুধবার এ অভিনেত্রী জানিয়েছিলেন, তার বাড়িটি ঝুঁকির মধ্যে রয়েছে। তবে সব সংকট কাটিয়ে বাড়িটি এখনো অক্ষত দাঁড়িয়ে রয়েছে।
জেমি লি কার্টিস
মার্কিন অভিনেত্রী জেমি লি কার্টিস। প্রথমে এ অভিনেত্রী জানিয়েছিলেন, তার প্যাসিফিক প্যালিসেডসের বাড়িটি পুড়ে যেতে পারে! পরে জানা যায়, দাবানল গ্রাস করেছে তার এই বাড়ি। কিন্তু পরে জেমি নিশ্চিত করেন, কোনোভাবে রক্ষা পেয়েছে বাড়িটি। জেমি লি কার্টিস ইনস্টাগ্রাম পোস্টে এই সুসংবাদটি তার ভক্তদের জানান। পরে টক শোতে হাজির হয়ে ব্যাখ্যা করেন, তিনি ঠিক কতটা ভাগ্যবান।
বেন অ্যাফ্লেক
কিছুদিন আগে স্ত্রী জেনিফারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেতা বেন অ্যাফ্লেকের। এরই মাঝে ভয়াবহ দাবানল। সব মিলিয়ে কঠিন সময় পার করছেন এই অভিনেতা। ২০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসে নতুন একটি বাড়ি কিনেন বেন। প্যাসিফিক প্যালিসেডসের প্রকৃতি-ঘরবাড়ি যখন পুড়ছে, তখন ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন বেনও। তার বাড়ির কাছাকাছি বাড়ি দাবানলে পুড়লেও অক্ষত রয়েছে অস্কারজয়ী এই তারকার বাড়ি। বাড়ির খোঁজ নিতে বেন নিজেই সেখানে গিয়েছিলেন। জেনিফার লোপেজের প্রাক্তন স্বামী নিজ বাসভবন ঠিকঠাক দেখে স্বস্তিবোধ করেন।