শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

নিরাপত্তা ঝুঁকিতে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা!

নিরাপত্তা ঝুঁকিতে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা!

বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে লাখ লাখ ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। এদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কী করণীয়? জানুন বিস্তারিত। 

নিজেদের উইন্ডোজ অথবা ম্যাকওএস সিস্টেমে ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তারা বিপদে পড়তে যাচ্ছেন। লাখ লাখ ব্যবহারকারী নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মুখে আছেন। 

ভি৮-এ আউট অব বাউন্ডস মেমোরি অ্যাক্স এবং ভি৮-এ অবজেক্ট করাপশনের ফলে গুগল ক্রোম একাধিক ঝুঁকির মুখে পড়েছে। আর দূরে বসেও কোনও আক্রমণকারী রিমোট কোড কার্যকর করার জন্য একটি বিশেষ ভাবে তৈরি করা ওয়েবপেজ চালানোর মাধ্যমে এই দুর্বলতাগুলোর অপব্যবহার করতে পারে। কিংবা তারা তাদের নিশানা করা সিস্টেমের ডিনায়াল অফ সার্ভিসেস কন্ডিশনও করতে পারে।

ক্রোম ব্রাউজারের কিছু প্রধান কম্পোনেন্টে এই সিকিউরিটি ইস্যু থাকে। যা হ্যাকারদের অপব্যবহার করার সুযোগ দিয়ে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই সঙ্গে এর জেরে হ্যাকারদের পক্ষে সেই সব সিস্টেম থেকে তথ্য চুরি করা সহজ হয়ে যায়, যেগুলো দুর্বল ক্রোম ভার্সন দ্বারা চালিত হয়।

ক্রোমের ঝুঁকির আওতায় রয়েছে কোন কোন ভার্সন?

ধরা যাক, কেউ উইন্ডোজ, ম্যাকওএস অথবা লিনাক্স কম্পিউটারে ক্রোম ব্যবহার করছেন, তাহলে তাদের একটা বিষয় নিশ্চিত করতে হবে যে, ব্রাউজারের নিম্নলিখিত ভার্সনগুলো যেন তাঁদের সিস্টেমে না চলে:


১. Windows and Mac-এর জন্য 132.0.6834.110/111-এর আগের Chrome ভার্সন।


২. Linux-এর জন্য 132.0.6834.110-এর আগের Chrome ভার্সন।

উপরোক্ত ক্রোম ভার্সনের আগের ভার্সন যদি ব্যবহারকারীর সিস্টেমে চলে, তাহলে বিষয়টাকে গুরুত্ব সহকারে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে Windows, macOS অথবা Linux মেশিন আপডেট করতে হবে। এর জন্য Chrome-এর থ্রি-ডট মেন্যুতে যেতে হবে। তারপর সেখান থেকে Settings-এ যেতে হবে। এবার Settings থেকে বেছে নিতে হবে About। সেখানে গেলেই পাওয়া যাবে Update Chrome বিকল্প। এদিকে স্টেবল চ্যানেল আপডেটের সঙ্গে আগত নিরাপত্তা সংশোধনের তালিকা করেছে গুগল।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন