ভারতের উত্তর প্রদেশের বারাবাঙ্কি গ্রাম। এই গ্রামের বসিন্দা ১৮ বছরের আশিফা। প্রেমিক চাঁদ বাবুর সঙ্গে সম্প্রতি পালিয়ে গিয়েছিলেন তিনি। পরে পুলিশ দুজনকে উদ্ধার করে নিয়ে আসে। আশিফাকে তুলে দেয়া হয় তার পরিবারের কাছে। আর চাঁদ বাবুর ঠাঁই হয় জেলে। আশিফার এমন আরচণ মেনে নিতে পারেনি তার পরিবার। তবে আশিফার ২২ বছর বয়সী ভাই রিয়াজ যে কাণ্ড ঘটিয়েছেন তাতে পুরো গ্রাম বাকরুদ্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে ভাই-বোনের মধ্যে শুক্রবার তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বোনের শিরশ্ছেদ করেন রিয়াজ। তারপর আশিফার কাটা মাথা নিয়ে রওনা হন স্থানীয় থানায়। পথেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে ইউপির বারাবাঙ্কির ফতেহপুর এলাকার মিঠওয়ারা গ্রামে। ভাই-বোনের মধ্যে ঝগড়ার পর এই কাণ্ড ঘটান ভাই রিয়াজ।
অতিরিক্ত পুলিশ সুপার আশুতোষ মিশ্র বলেন, ‘রিয়াজ একটি ধারালো অস্ত্র দিয়ে তার বোনের শিরশ্ছেদ করেছে বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ যখন তাকে গ্রেফতার করে তখন তিনি তার বোনের মাথা হাতে থানায় দিকে যাচ্ছিলেন।’
মিশ্র আরও বলেন, ‘আশিফা সম্প্রতি একই গ্রামের বাসিন্দা চাঁদ বাবুর সাথে পালিয়ে গিয়েছিল। পুলিশ কয়েক দিন পর তাদের উদ্ধার করে। আশিফার পরিবারের সদস্যদের করা অভিযোগের ভিত্তিতে চাঁদ বাবুকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।’
এএসপি বলেন, ‘পুলিশের একটি দল শিরশ্ছেদের স্থান থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।’
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রিয়াজ তার বোনের সম্পর্কের বিরোধিতা করতেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সূত্র: এনডিটিভি