বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ইসরায়েলি হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত

ইসরায়েলি হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত

ফিলিস্তিনের গাজার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ ইসাম দা’ আলিস নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মার্চ) ভোরের এ হামলায় নিহত হন তিনি। একইসঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনীর এই হামলায় একদিনে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হন।

ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে, হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ এবং গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, বিস্তৃত অভিযানের অংশ হিসেবে তারা মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং হামাসের ওই চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে ‘টার্গেট করে’ হত্যা করেছে।

এর আগে, ‘সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটি’র প্রধান (প্রধানমন্ত্রীর সমপর্যায়ের) ইসাম দ’আলিসের মৃত্যুর খবর জানায় হামাসও।

এ ছাড়া, গোষ্ঠীটির বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতানের মৃত্যুর খবরও জানানো হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাইয়ে ইসরায়েলের হাতে রৌহি মুশতাহার নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন হামাসের ডি-ফ্যাক্টো প্রাধানমন্ত্রী ইসাম দা’আলিস।

সম্পাদক : অপূর্ব আহমেদ