সপ্তাহখানেক পরই ঈদ আনন্দে মেতে উঠবেন ইসলামধর্মালম্বীরা। আর তাইতো প্রিয়জনের জন্য পোশাকসহ নানা উপহার কিনতে সবাই ভিড় করছেন রাজধানীর বিভিন্ন শপিংমল ও খোলা মার্কেটে। রোজার শুরু থেকেই কেনাকাটার জন্য বিভিন্ন মার্কেটে ভিড় করছেন অনেকে। তবে শেষ দিকে ভিড় বেড়েছে দ্বিগুণ।
ঈদে নিজের জন্য, পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য উপহার কিনতে সবাই ছুটছেন মার্কেটে-শপিংমলে।
রাজধানীর গুলিস্তান, মৌচাক, গাউছিয়া, চাঁদনি চক, নিউমার্কেট, মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদ উপলক্ষে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে দোকানগুলো। আনা হয়েছে নতুন নতুন পণ্য। রয়েছে বাহারি সব ডিজাইনের পোশাক। পাশাপাশি শপিংমলগুলোতে বিভিন্ন পোশাকে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।
কয়েকজন দোকানি জানান, সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। এখন থেকে চাঁদরাত পর্যন্ত প্রতিদিনই কমবেশি ভিড় হবে। তবে ইফতার ও তারাবির সময় তেমন ভিড় থাকে না। বেশিরভাগ দোকানই খোলা থাকে রাত ১০-১১টা পর্যন্ত।
এছাড়া রাজধানীর বড় দুই শপিংমল বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কেও রয়েছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। চাহিদা অনুযায়ী বিভিন্ন শো-রুমে ভিড় করছেন ক্রেতারা। বিভিন্ন পোশাক, স্টাইলিশ জামাকাপড়, জুতা, ব্যাগ ও সাজসজ্জার নানা উপকরণে ভরপুর এসব শপিংমলের সব দোকান।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম



















