বুধবার, ২৬ মার্চ, ২০২৫

বাংলাদেশে চীনের বিনিয়োগের ব্যাপারে অত্যন্ত আশাবাদী ড. ইউনূস

বাংলাদেশে চীনের বিনিয়োগের ব্যাপারে অত্যন্ত আশাবাদী ড. ইউনূস

আগামীকাল চারদিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গেও বৈঠক হবে বলে জানান প্রধান উপদেষ্টা। 

মঙ্গলবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব তথ্য জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আগামীকাল চারদিনের সফরে আমি চীন যাচ্ছি। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আমার বৈঠক হবে। চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গেও বৈঠক করব। 

মুহাম্মদ ইউনূস বলেন, পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে কাজ করছি। 

প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা, স্বল্পমূল্যে চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। এটা খুব দ্রুতই শুরু হবে। এই সফরের মধ্য দিয়ে আমাদের দু’দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে। 


সম্পাদক : অপূর্ব আহমেদ