বিচ্ছিন্ন
-গাজালা মাহমুদ
তোমায় দিলাম ভীড়ের ভেতর বাঁচতে
তারপর আমি রাতের মতোই একা ।
হয়ে আছো মধ্যগগন, ভরদুপুরের রোদে
আসতে যেতে ভুল করেও হচ্ছে না আর দেখা।
তোমার গতি বুঝতে চাই না এখন
গণিত আমার খারাপ বরাবরই।
যা ঘটেছে হয়তো এটাই ভালো
এমনিও সব ভাঙতে থাকে, যেটাই আমি ধরি।