পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
রোববার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এবং সংশ্লিষ্টদের কথা বলে এমন চিত্র দেখা গেছে।
এদিকে নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। গাড়ি পার্কিং এলাকার অনেক জায়গাও ফাঁকা পড়ে আছে। তবে আগামী দুই তিনদিনের মধ্যে পুরোদমে কর্মব্যস্ততা শুরু হবে প্রশাসনের এই প্রাণকেন্দ্রে।
মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর বলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কেটেছে। ঈদে সাধারণত এতো লম্বা সময় পাওয়া যায় না। তবুও এই ঈদে লম্বা ছুটি পেয়ে সবাই খুশি। তবে আমরা যারা গুরুত্বপূর্ণ ডিউটি তাদের ছুটি নেই বললেই চলে। আজকে অফিস খুললেও গতকাল থেকেই পুরোদমে আমার কাজ শুরু হয়ে গেছে।
তিনি বলেন, লম্বা ছুটি থাকায় প্রায় সব কর্মকর্তা কর্মস্থলে পৌঁছে গেছেন। দুই-একদিনের ভেতর আরও কর্মব্যস্ততা বাড়বে।