মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে বাংলাবাজার পত্রিকা.কম বুধবার মানিক মিয়ায় জানাজা শেষে স্বামীর কবরের পাশে খালেদা জিয়ার দাফন বাংলাবাজার পত্রিকা.কম গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম: শেখ হাসিনা বাংলাবাজার পত্রিকা.কম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারাল: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি বাংলাবাজার পত্রিকা.কম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীর শোক, বুধবার সাধারণ ছুটি বাংলাবাজার পত্রিকা.কম খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার বাংলাবাজার পত্রিকা.কম খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারে শোকাবহ নেতাকর্মীদের ভিড় বাংলাবাজার পত্রিকা.কম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বাংলাবাজার পত্রিকা.কম খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক

অভিনয়কে বিদায় জানাচ্ছেন মৌসুমী!

অভিনয়কে বিদায় জানাচ্ছেন মৌসুমী!

ঢালিউড অভিনেত্রী মৌসুমীকে ডাকা হয় ‘প্রিয়দর্শিনী’ । সৌন্দর্য, অভিনয় দিয়ে এক সময় পর্দা কাঁপাতেন। আজকাল অভিনয়ে অনিয়মিত হলেও সিনেমাপ্রেমীদের হৃদয়ে তার দাপট আগের মতোই। ফলে পর্দায় তার ফেরার অপেক্ষায় আছেন অনেকে। কিন্তু নতুন খবর হচ্ছে, অভিনয়ে আর ফিরবেন না মৌসুমী। সম্প্রতি এরকমই জানিয়েছেন তার স্বামী ওমর সানী। 


তিনি জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে নিউ জার্সিতে মেয়েকে নিয়ে মৌসুমী রয়েছেন তাঁর মায়ের সঙ্গে। সেখানেই মন দিয়েছেন পরিবারে। দেশে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই।


তিনি বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা আর শাশুড়ির অসুস্থতা—সব মিলিয়ে পরিবারই তার অগ্রাধিকার।’ 


সানীর কথায় উঠে এসেছে মৌসুমীর মনের অবস্থা। পাশপাশি নিজের আক্ষেপও প্রকাশ করেছেন। তার কথায়, ‘ও বলেছে—সে নাকি ভুলে যেতে চায়, সে কোনোদিন মৌসুমী ছিল! এই কথাটা খুব কষ্টের।’


‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীদের ওপর ক্ষোভ প্রকাশ মৌসুমীর

আক্ষেপ করে বলেন, , ‘তার মতো একজন লিজেন্ডকে নিয়ে ভালো কাজের ভাবনাই কারও মধ্যে নেই। নতুনদের মধ্যে অনেকেই নিজেদের মৌসুমীর চেয়েও বড় তারকা ভাবে—এটাও একটা বাস্তবতা।’


অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন মৌসুমী। সঙ্গে নিজের মেয়ে ও মা-ও রয়েছে তার। শোনা যায় দেশটিতে থিতু হতে যাচ্ছেন তিনি। সেকারণেই দীর্ঘদিন ট্রাম্পের দেশটিতে রয়েছেন নায়িকা। 

সম্পাদক : অপূর্ব আহমেদ