বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিপিএলে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত! বাংলাবাজার পত্রিকা.কম সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের বাংলাবাজার পত্রিকা.কম জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে সহস্রাধিক ভর্তি বাংলাবাজার পত্রিকা.কম ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের বাংলাবাজার পত্রিকা.কম শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানের

৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানের

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাদের গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (৮ মে) আল-জাজিরা ও দ্য ডন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া এক ভাষণে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের সশস্ত্র বাহিনী ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে।

ভারত অবশ্য এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে দুই সপ্তাহ ধরে চরম উত্তেজনা চলতে থাকে। এরমধ্যেই গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ১০০ জন নিহতের দাবি করে দিল্লি। 

অন্যদিকে, ভারতের হামলার জাবাবে সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ করে পাকিস্তান। এতে ১৬ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। শুধু তাই নয়, নিজেদের সামরিক বাহিনীকে হামলা জোরদারের অনুমোদন দিয়েছে ইসলামাবাদ। ভারতের হামলায় ঝরা প্রতি ফোঁটা রক্তের চরম বদলা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।   


বিশ্লেষকরা জানান, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে, তার জোরালো কোনো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ শঙ্কার মধ্যেই হামলা করে বসলো ভারত। দুই দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। উত্তেজনা না থামাতে পারলে যুদ্ধ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।


সম্পাদক : অপূর্ব আহমেদ