মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সাবেরা সুলতানা সুমীর কবিতা প্রিয়ন্তির স্বপ্ন

সাবেরা সুলতানা সুমীর কবিতা প্রিয়ন্তির স্বপ্ন

প্রিয়ন্তির স্বপ্ন 

-সাবেরা সুলতানা সুমী

তুমি আসো একবার নয় 

বারবার আসো 

 হয় স্বপনে না হয় জাগরণে!

দু'চোখ জুড়ে নামে যখন ঘুমের আঁধার 

অমনি এসে হাজির 

গভীর সুনীল চোখের তুমি। 


নিদ্রামগ্ন হতেই পাখির মতো ডেকে 

উঠো স্বপ্নের দেশে।

নিদাঘ নির্জন দুপুরে একলা একাকী 

অলস সময়ে  স্মৃতির পাতা 

খুলে বসতেই আসো তুমি 

গল্পের ঝুলি নিয়ে ।

হাতটা ধরে পাশে বসিয়ে শুরু হয় 

তোমার যত অব্যক্ত কথামালা। 


স্বপ্ন রাঙা চোখের কাজল

আঁকে নতুন ভোরের

কিরণ ছড়ানোর আগেই

পাবো তোমার প্রেমার্ঘ।


তুমি আসো

টকটকে লাল গোলাপ গুচ্ছ নিয়ে

প্রিয়ন্তির প্রিয়জন হতে!

গোলাপ নয় স্বপ্ন দেখি

শুভ্র দোলন চাঁপা ছড়াবে সুবাস 

সারা তনমন জুড়ে!


দ্রোহের অনলে জ্বলে যদি হও 

প্রিয়ন্তির আপন 

তবে এসো রোজ

দেখবো স্বপ্ন নয় !!

শূন্য হৃদয়ের পূর্ণতা নিয়ে 

এসেছো মনের আঙিনা রাঙাতে।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন