মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৫০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি, বন্দীরা দিলেন নির্যাতনের বর্ণনা বাংলাবাজার পত্রিকা.কম প্রধান উপদেষ্টার সঙ্গে রোমের মেয়রের সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম অধ্যক্ষের অনুরোধে সায়েন্সল্যাব থেকে সরে গেলেন শিক্ষার্থীরা বাংলাবাজার পত্রিকা.কম ২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম দলিল লেখকের কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, দুদকের মামলা বাংলাবাজার পত্রিকা.কম ‘হয়রানি নিরসনে জামিননামা অনলাইনে, আদেশ চলে যাবে কারাগারে’ বাংলাবাজার পত্রিকা.কম ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের বাংলাবাজার পত্রিকা.কম ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতাদের গাজা যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর বাংলাবাজার পত্রিকা.কম কর্মবিরতির মধ্যেই শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি আজ বাংলাবাজার পত্রিকা.কম ১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, অর্ধশতাধিক অভিবাসীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, অর্ধশতাধিক অভিবাসীর মৃত্যু

বৈরী আবহাওয়ার মধ্যে রোববার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ান উপকূলে নৌকা ডুবে অন্তত অর্ধশতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দেড়শ যাত্রী বহনকারী নৌকাটি উল্টে গেলে মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। আইওএম প্রধান আবদুসাত্তোর এসোয়েভ জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় জেলা খানফারের তীরে ৫৪ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারের একটি হাসপাতাল মর্গে ১৪ জনের লাশ নেওয়া হয়েছে।

আবিয়ান নিরাপত্তা ডিরেক্টরেট জানিয়েছে, বড় ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে এবং সাগর তীরে বহু মৃতদেহ পাওয়া যাচ্ছে। আইওএমের এক মুখপাত্র বলেন, ‘আমরা এই হৃদয়বিদারক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত এবং অভিবাসীদের জন্য নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছি।’

সংস্থাটি আরও জানায়, ‘এ ধরনের ঘটনা দেখিয়ে দেয় কার্যকর সুরক্ষামূলক ব্যবস্থা কতটা জরুরি, বিশেষ করে অসাধু দালালরা যখন অভিবাসীদের অসহায়ত্বকে কাজে লাগিয়ে তাদের বিপজ্জনক যাত্রায় ঠেলে দেয়।’

বিবিসি জানিয়েছে, হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় আরব দেশগুলোর উদ্দেশ্যে যাত্রাকারী অভিবাসীদের জন্য ইয়েমেন একটি গুরুত্বপূর্ণ পথ। আইওএমের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে শত শত অভিবাসী নৌকাডুবিতে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। কেবল ২০২৪ সালেই ৬০ হাজারের বেশি অভিবাসী ইয়েমেনে পৌঁছেছেন।

চলতি বছরের মার্চে ইয়েমেনের ধুবাব জেলার উপকূলে ১৮০ জনের বেশি অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে যায়; তখন কেবল দুজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয় এবং বাকি সবাইকে নিখোঁজ বা মৃত হিসেবে ধরা হয়। আইওএমের ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ এর তথ্য অনুযায়ী, গত এক দশকে এই পথে ৩,৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, এর মধ্যে নৌকাডুবিতে মারা গেছেন ১,৪০০ জন।

সম্পাদক : অপূর্ব আহমেদ