লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত শুরু করলো বার্সেলোনা। শনিবার (১৬ আগস্ট) এস্তাদিও মায়োর্কা সন মইজে স্বাগতিক মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। রাফিনিয়া, ফেরান তরেস ও লামিনে ইয়ামালের গোল নিশ্চিত করেছে কাতালানদের সহজ জয়।
ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেয় বার্সা। ইয়ামালের ক্রসে দারুণ হেডে গোল করেন রাফিনিয়া। ২২ মিনিটে ফেরান তরেস ব্যবধান বাড়ান; মায়োর্কা অধিনায়ক আন্তনিও রাইয়ো মাটিতে পড়ে গেলেও খেলা বন্ধ হয়নি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ডি-বক্সের বাইরে থেকে শট নেন তরেস।
প্রথমার্ধেই মাঠে বাড়তি উত্তেজনা তৈরি হয়। ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মায়োর্কার মিডফিল্ডার মানু মোর্লানেস। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইয়ামাল নিজেই গোল করে দলের জয় নিশ্চিত করেন।
পুরো ম্যাচে বার্সেলোনা আধিপত্য বিস্তার করে। ৭২ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে তারা ২৪টি শট নেয়, যার ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে মায়োর্কা নিতে পারে মাত্র ৪টি শট, তার মধ্যে একটি অন টার্গেট। দুই লাল কার্ডে ম্যাচের শেষ ভাগে ৯ জন নিয়ে লড়াই করেও প্রতিরোধ গড়তে পারেনি স্বাগতিকরা।